স্টাফ রিপোর্টার,ভোলাঃ
ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে ভোলায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে শুরু হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া। এর ফলে উত্তাল হয়ে উঠেছে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার পাঁচটি নৌ-রুটে লঞ্চ এবং দুটি রুটে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ভোলা নদীবন্দরের উপ-পরিচালক মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড় শক্তির কারণে সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ থাকা রুটগুলো হলো:
হাতিয়া-ঢাকা
ভোলা-লক্ষ্মীপুর
ভোলা-আলেকজান্ডার
ভোলা-তজুমদ্দিন-মনপুরা
চরফ্যাশন বেতুয়া-মনপুরা
এছাড়া, ফেরি চলাচলও বন্ধ রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ রুটে। ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. কাওসার আহমেদ খান জানান, বুধবার দিনগত রাত থেকেই ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট এবং ভোলার ভেদুরিয়া থেকে বরিশালের লাহারহাট ঘাটে কোনো ফেরি ছেড়ে যায়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।
নৌ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। জরুরি কাজে ঘর থেকে বের হয়ে অনেক যাত্রীকে ঘাটে বসে অপেক্ষা করতে দেখা গেছে।
অন্যদিকে, উপকূলীয় এলাকায় মাছ ধরার সব নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে ফিরিয়ে আনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় জনপদে মাইকিং করে সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হচ্ছে।