খুলনা জেলা প্রতিনিধি
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার চারটি ইউনিয়নের অন্তর্গত ৩৬টি ওয়ার্ডে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দিঘলিয়া সদর ইউনিয়নের ফরমায়েশখানা সুগন্ধি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
দিনের কর্মসূচির সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং শোক দিবস উপলক্ষে কালো পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিঘলিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোল্লা নাজমুল হক।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, আদর্শ, দূরদর্শী নেতৃত্ব এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোল্লা লোকমান হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম, মোহাম্মদ রেজাউল খান বাবুল মোড়ল, আবেদ আলী, ফিরোজ খান, মোল্লা সোলায়মান, আব্দুল কাদের জনি, মোল্লা রাকিবউদ্দিন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম, আব্দুল আজিজ, সৈয়দ শাহীনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তরুণ দলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত