আকাশ ভরা তাকবীর ধ্বনি, মুখে মুখে শান্তির গান,
আসলো আবার কুরবানীর ঈদ, ত্যাগের মোহাম্মদী প্রাণ।
নরম হৃদয়, উদার চিত্ত, ভালোবাসার ঢেউ,
এই দিনে হয় মানুষ মানুষে, হৃদয়ের এক ঢেউ।
ইব্রাহিমের সেই ইতিহাসে, শিক্ষার অমর রেখা,
ত্যাগে আছে প্রকৃত প্রেম, নফসের উপর দেখা।
ছেলে হাসে বাবার মুখে, জানে সে দিতেও পারে,
আল্লাহর হুকুমে জীবনও হয় এক নিঃসীম উপহারে।
মাঠে মাঠে তাকবীর পড়ে, জবাই হয় পশু,
তবে মনে রাখো ভাই, পশুত্ব করো রসু।
মাংস বিলাও, হাসি বিলাও, দাও ভালোবাসার ভাগ,
এই ঈদ যেন শেখায় আমায়, হই হৃদয়ে উদার আর ভ্রাতৃস্নেহে ভাগ।
দরিদ্রের চোখে অশ্রু মুছে, ফেরাও আনন্দের রং,
এক টুকরো গোশতে লুকিয়ে থাকে, প্রেমের বহু ঢং।
কোরবানী শুধু গোশত নয়, আত্মত্যাগের দাওয়াত,
এই ঈদ যেন শেখায় আমায়, হই আল্লাহর দাসের সাথ।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত