নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান জামানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তার অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছেন তিন ইউপি সদস্য।
রবিবার (১ জুন ২০২৫) সকালে শৌলমারী ডাকলীগঞ্জ বাজারে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন রশিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এজাহারুল হক এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী ফেমাস উদ্দিন।
তারা অভিযোগ করেন, গত ২৬ মে ইউনিয়ন পরিষদে গিয়ে সরকারি বরাদ্দের ভিজিডি ও ভিজিএফ কার্ডের চালের স্লিপ চাইলে চেয়ারম্যান নুরুজ্জামান জামান ও তার অনুসারীরা ইউপি সদস্য রশিদুল ইসলামের ওপর হামলা চালান। এ সময় অন্য দুই সদস্যকেও হেনস্তার শিকার হতে হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সরকারি প্রকল্পের সুবিধা বণ্টনে চরম অনিয়ম, রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং স্বজনপ্রীতির মাধ্যমে ভিজিডি কার্ড বিতরণ করা হচ্ছে। এসব অভিযোগ ধামাচাপা দিতে ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো এবং ‘নাটকীয় মানববন্ধন’ আয়োজন করা হয়েছে বলেও দাবি করেন তারা।
তারা স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে ইউনিয়নে অনিয়ম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন।
তবে চেয়ারম্যান নুরুজ্জামান জামানের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অপরদিকে অভিযোগকারী তিন ইউপি সদস্য বিএনপি সমর্থিত হওয়ায় এই বিরোধের পেছনে রাজনৈতিক বৈরিতিও ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।