দৈনিক নতুন কলম ডেস্কঃ কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নানকার গ্রামে ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানি এবং গোশত বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘নানকার যুব কল্যাণ পরিষদ’।
সংগঠনের উদ্যোগে এবছর মোট ১০৮টি অসহায় পরিবারকে এই কর্মসূচির আওতায় কোরবানির গোশত প্রদান করা হয়। ঈদের এই আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দ। সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
নানকার যুব কল্যাণ পরিষদের এ মহতী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত