রৌমারীতে শৌলমারী ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন – দৈনিক নতুন কলম

রৌমারীতে শৌলমারী ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১১, ২০২৫

সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। দীর্ঘদিন পর ইউনিয়ন পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে মনিরুজ্জামানকে আহ্বায়ক এবং মোফাজ্জল, মোঃ আবুল কালাম আজাদ, মোজাফফর হোসেন (মেম্বার), ডাঃ সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, ও জয়নাল আবেদীন (ডাংগুয়াপাড়া) – এদেরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন প্রভাষক নাসির উদ্দিন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

জয়নাল আবেদিন মাস্টার

মিজানুর রহমান মিনু (চেয়ারম্যান)

এনামুল হক মাষ্টার

জামাল উদ্দিন (সাবেক মেম্বার)

আয়নাল হক (সাবেক মেম্বার)

আব্দুল কাইয়ুম (সাবেক মেম্বার)

আব্দুল সবুর (সাবেক মেম্বার)

আব্দুল রহিম আব্দুল্লাহ (চরের গ্রাম)

নজরুল ইসলাম (ডাংগুয়াপাড়া)

তমছের আলী ড্রাইভার (ওকড়া কান্দা)

আশরাফুল ইসলাম (অবঃ আর্মি, চেংটা পাড়া)

আবুল বাশার বাদশা (মাঠের ভিটা)

ফারুক আহমেদ (শৌলমারী)

শাহজাহান আলী (বাতার গ্রাম)

খুরশিদ আলম বেলাল

আব্দুল হান্নান (বাউশমারী)

আওলাদ হোসেন (মাঝি পাড়া)

রুহুল আমিন (মোল্লার চর)

শাহাজামাল (গয়টা পাড়া)

খইমুদ্দিন (লাউবাড়ী)

আব্দুল মালেক মুক্তার (চর বোয়ালমারী)

নতুন এ কমিটি বিএনপির স্থানীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে দলীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।