দৈনিক নতুন কলম ডেস্ক গাজীপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখার আওতাধীন কাশীগঞ্জ পৌর ও কাশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জেলা বিএনপি এই দুটি কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।
কাশীগঞ্জ পৌর বিএনপি আহ্বায়ক কমিটি
২২ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হোসেন আরমান এবং সদস্য সচিব হিসেবে ইব্রাহিম প্রধান মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—অ্যাডভোকেট মোঃ আফসান কামাল, মোল্লা জিল্লু মিয়া, রফিকুল ইসলাম দর্জি, হাফিজ-উর-রশীদ, মনির উদ্দিন মিঠু, সোহরাব খান বাবু, আলাউদ্দিন সালাম, মোসাদ্দেক হোসেন টিটু প্রমুখ।
কাশীগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি
৪৩ সদস্যবিশিষ্ট কাশীগঞ্জ উপজেলা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মাস্টার হুমায়ুন কবির, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদুজ্জামান বাবুল।
এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন—এ, কে, এম ফখরুল হক মিলন, সোহেল আহমেদ, রফিকুল ইসলাম দর্জি, সেরাজুল সালেকিন, জাহাঙ্গীর কবির, মোবারক হোসেন শাওন, মফিজুর রহমান, দেলোয়ার হোসেন বাবু, ইমরুল কায়েস, হোসেন মিয়া সহ আরও অনেকে।
দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাই মূল লক্ষ্য
জেলা বিএনপির পক্ষ থেকে স্বাক্ষরিত এই কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা এবং মাঠ পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত করতেই এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অনুমোদন দেন—
এডভোকেট ফখরুল হক মিলন – আহ্বায়ক, গাজীপুর জেলা বিএনপি
ডা. রফিকুল ইসলাম বাবু – ১ নম্বর যুগ্ম আহ্বায়ক
ব্যারিস্টার চৌধুরী ইশারাত আহমেদ সিদ্দিকী – সদস্য সচিব
নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন নেতাকর্মীরা
এই ঘোষণার পর বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা আশা করছেন, এই নতুন নেতৃত্ব কাশীগঞ্জে বিএনপিকে আরও কার্যকর ও ঐক্যবদ্ধ করে তুলবে।