দৈনিক নতুন কলম ডেস্ক কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকা যাওয়ার পথে একটি ভুট্টা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। ট্রাকটিতে আনুমানিক ২৪ টন ভুট্টা ছিল বলে জানা গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (১৬ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে রৌমারী উপজেলার জন্তিরকান্তা সুইচগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সুইচগেটটি পুরাতন হওয়ায় সেটি ভেঙে নতুন সুইচগেট নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজ মেইন রোডেই হওয়ায় যানবাহন চলাচলের জন্য রাস্তার পাশ দিয়ে একটি অস্থায়ী বিকল্প সড়ক তৈরি করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকল্প সড়কটি ছিল অপ্রশস্ত ও ঝুঁকিপূর্ণ। ট্রাকটি অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়।
এ ঘটনায় চালক ও সহকারী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও, ভুট্টা বোঝাই ট্রাকটি সম্পূর্ণভাবে পানিতে ডুবে যায়।
এলাকাবাসীরা অভিযোগ করেন, সুইচগেট নির্মাণ কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। কচ্ছপ গতিতে কাজ করায় স্থানীয়রা চরম ভোগান্তিতে রয়েছেন। দ্রুত কাজ সম্পন্ন করে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।