মাসুদ পারভেজ রুবেল, রৌমারী-কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসির দিকনির্দেশনায় বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্তের ১০৬৩ নম্বর মেইন পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাটিয়ামারি গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
৩৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সীমান্তে বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।”
বিজিবি জানায়, সীমান্ত অঞ্চলে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়নের সদস্যরা।
Reporter Name 









