নিউজ ডেস্ক কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রঞ্জিতা পারভীন (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছেন। রবিবার (২২ জুন) সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, রঞ্জিতা ওইদিন সকাল ৮টায় রৌমারী কলেজপাড়ায় প্রাইভেট পড়তে যান। সাধারণত সকাল ১০টার মধ্যে বাড়ি ফিরে আসেন তিনি। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়-স্বজন ও বান্ধবীদের বাড়িতে খোঁজখবর নেন। কোথাও তার সন্ধান না পেয়ে পরিবার রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ রঞ্জিতা বান্চারচর গ্রামের আব্দুর রশিদের কন্যা। তার মা আছিয়া বেগম জানান, মেয়ের কানে, গলায় এবং হাতে প্রায় আড়াই ভরি সোনার গহনা ছিল। এ কারণে তিনি সন্দেহ করছেন, কে বা কারা হয়তো তার মেয়েকে অপহরণ করেছে।
এ বিষয়ে রঞ্জিতার চাচাতো ভাই নাসির উদ্দীন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মেয়েটিকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।”
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত