নিউজ ডেস্ক কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রৌমারীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে ও রৌমারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো “দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫” ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সোমবার (২৩ জুন) রৌমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হোন্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবদুল আউয়াল।
অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় যাদুর চর হাই স্কুল। রানারআপ হয় রৌমারী কেরামতিয়া ফাজিল মাদ্রাসা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি জরুরি। এই বিতর্ক প্রতিযোগিতা সেই সচেতনতা তৈরির একটি কার্যকর পদক্ষেপ।”
পরে বিজয়ীদের মাঝে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রশংসা করেন আয়োজকরা।