নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারত থেকে চোরাই পথে আনা ৬০ বোতল বিদেশি মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ জুন ২০২৫) ভোর ৬টার দিকে বন্ধুরচর সীমান্তে এ অভিযান পরিচালিত হয়।
৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসির দিকনির্দেশনায় গঠিত একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। রৌমারী উপজেলার ১০৬৬ নম্বর মেইন পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে বন্ধুরচর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করে।
আটককৃত মদগুলোর মধ্যে রয়েছে:
ম্যাজিক মোমেন্ট (৭৫০ml): ১২ বোতল (মূল্য: ১৮,০০০ টাকা)
রয়েল গ্রীন হুইসকি (৭৫০ml): ১৮ বোতল (মূল্য: ২৭,০০০ টাকা)
ম্যানসন হাউস (৩৭৫ml): ২৪ বোতল (মূল্য: ৩৬,০০০ টাকা)
ম্যাকডুয়েল (৭৫০ml): ৬ বোতল (মূল্য: ৯,০০০ টাকা)
মোট সিজার মূল্য: ৯০,০০০ টাকা
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, “মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় সীমান্ত এলাকায় নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে।”
অভিযানে অংশ নেওয়া বিজিবি সদস্যরা হলেন: ১. হাবিলদার আঃ আজিজ (নং ৫২৫৪৪)
২. নায়েক সিগনাল কামরুল ইসলাম (নং ৭১০৪৫)
৩. ল্যান্স নায়েক আউয়াল হোসেন (নং ৮৫৬৪৭)
৪. সিপাহী আলামিন (নং ৯৩২৭৪)
৫. সিপাহী সুজিত বৈরাগী (নং ১০১৬৫৯)
৬. সিপাহী নয়ন খান (নং ১১২০৮৮)
৭. সিপাহী সাইফুল ইসলাম (নং ১১২৭৪৩)
বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।