চর রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই সরকার পাড়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুলাই) বিকাল ৫টার দিকে পানিতে ডুবে মৃত্যু হয়েছে মাইদুল ইসলামের একমাত্র পুত্র সন্তান আরমানের। শিশুটির বয়স ছিল মাত্র এক বছর ছয় মাস।
পারিবারিক সূত্রে জানা গেছে, আরমানের বাবা ও মা ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত থাকায় শিশুটি তার দাদা-দাদীর তত্ত্বাবধানে লালন-পালন হচ্ছিল। ঘটনার সময় পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির পাশে একটি পানিভরা স্থানে পড়ে যায়। কিছুক্ষণ পর খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও ততক্ষণে শিশুটি মারা যায়।
উল্লেখ্য, মাইদুল ইসলামের আগেও একটি পুত্র সন্তান ছিল, যেটি অসুস্থতাজনিত কারণে মারা যায়। এ নিয়ে পরিবারের ওপর নেমে এসেছে এক অসহনীয় শোকের ছায়া।
শিশু আরমানের অকাল মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী তার শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন যেন বাবা-মা এবং দাদা-দাদী এই কঠিন সময় সহ্য করার শক্তি পান।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত