নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের রৌমারীতে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে গঠন করা হয়েছে "মাদক প্রতিরোধ কমিটি"। রৌমারী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এই কমিটির গঠনের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
এই কমিটিতে সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, সমাজকর্মী, জনপ্রতিনিধি ও পেশাজীবীরা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছেন, যার ফলে এটি একটি শক্তিশালী সামাজিক উদ্যোগে পরিণত হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারি কর্মকর্তা আব্দুল হাই। তার নেতৃত্বে এই কমিটি রৌমারী উপজেলায় মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখবে।
উপ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোশাররফ হোসেন সেন্টু (ব্যবসায়ী), প্রভাষক হাসিব হাসান, সাংবাদিক শাহাজাহান ইসলাম নিলু, সমাজসেবক হাফিজুর রহমান, গীতিকার কুরবান আলী, ইউপি সদস্য হুমায়ুন কবির, কৃষক হাবিবুর রহমান এবং প্রবীণ নেতা ইছলিম উদ্দিন।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোস্তাফিজুর রহমান তারা, সভাপতি, উপজেলা প্রেসক্লাব, রৌমারী।
এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাংবাদিক রফিকুল ইসলাম ননন, সাজেদুল ইসলাম সজল, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, হাকিম বাবু, রবিন চুন্নু, শফিকুল আলম মন্ডল, মাসুদ পারভেজ রুবেল, ইমরান সাইফুর রহমান, আনিছুর রহমান, সুমন বালাম, এলামুল হক বাবুল (ব্যবসায়ী), আবু হেনা রাসেল (অটোচালক), জাহিদ হাসান (মাস্টার), নাসির উদ্দিন (অটোচালক), মাঈনুল ইসলাম (সাংবাদিক), আব্দুল হাকিম সাজু (ব্যবসায়ী), মফিজুল ইসলাম (মাস্টার), মুরাদ হোসেন প্রমুখ।
এই কমিটির মূল উদ্দেশ্য হলো রৌমারী উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রশাসনকে তথ্য ও সহায়তা প্রদান করা। কমিটি “অন্য মাদক নয়, বলি না” এই স্লোগানকে সামনে রেখে কাজ করবে।
কমিটি গঠনের খবরে স্থানীয় সমাজে ব্যাপক সাড়া পড়েছে। অনেকে মনে করছেন, এই সামাজিক উদ্যোগের মাধ্যমে মাদকবিরোধী আন্দোলন আরও শক্তিশালী হবে এবং যুবসমাজ রক্ষা পাবে একটি নিরাপদ ভবিষ্যতের জন্য।
কমিটির পক্ষ থেকে শীঘ্রই বিভিন্ন বিদ্যালয়, বাজার ও পাড়া-মহল্লায় প্রচারাভিযান, আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হবে বলেও জানা গেছে।
মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। রৌমারীর এই মাদক প্রতিরোধ কমিটি সেই জনগণের পক্ষ থেকেই এক সাহসী উদ্যোগ। এখন সময় এসেছে সকলকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত