এম এ ফারুকী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই ২০২৫) বিকাল সাড়ে ৩টায় চরশৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশে শত শত কর্মী-সমর্থক অংশ নেন। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছিল লক্ষ্যণীয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল আউয়াল (মাস্টার), সভাপতি, জামায়াতে ইসলামী, চরশৌলমারী ইউনিয়ন শাখা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হায়দার আলী, আমীর, জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা ও রৌমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ।
বক্তব্য রাখেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক উপজেলা আমীর ও কুড়িগ্রাম-৪ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মোকছেদ আলী, অধ্যক্ষ, কেরামতি আদর্শ ফাযিল মাদ্রাসা, আলতাফ হোসেন, কেয়ারটেকার, চরশৌলমারী শাখা, শাহাদাত হোসেন, সেক্রেটারি, রৌমারী উপজেলা শাখা ও প্রভাষক, কুটিরচর স্কুল অ্যান্ড কলেজ এবং আশিকুর রহমান, সহকারী সেক্রেটারি, রৌমারী উপজেলা শাখা ও অধ্যক্ষ, গ্রীন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা।
বক্তারা বলেন, আদর্শিক রাজনীতির মাধ্যমে ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। ইসলাম শুধু ব্যক্তিগত নয়—রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিসহ সর্বক্ষেত্রেই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া উচিত।
তাঁরা আরও বলেন, বর্তমানে দেশজুড়ে নেতৃত্ব সংকট, দুর্নীতি ও অনৈতিকতার যে ভয়াবহ অবস্থা বিরাজ করছে, তা থেকে মুক্তি পেতে হলে আদর্শবান, নীতিবান নেতৃত্বের প্রয়োজন। ইসলামী আন্দোলনই পারে এই পরিবর্তন আনতে।
সমাবেশে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মত্যাগ, মানবসেবা ও ন্যায়ের পথে অবিচল থাকার অঙ্গীকার করা হয়। বক্তারা কর্মীদের প্রতি দায়িত্বশীলতা, জনগণের মাঝে ইসলামী দাওয়াত পৌঁছানো এবং সুসংগঠিত কাফেলা গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।