দৈনিক নতুন কলম ডেস্কঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা কর্মসূচি প্রচার ও গণসংযোগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আজিজুর রহমান। তিনি ১৯৯১ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
সোমবার (১৪ জুলাই) বিকেলে আজিজুর রহমান চর শৌলমারী ইউনিয়নের চর খেদাইমারী, সোনাপুর, সুখের বাতীসহ বাজার এলাকার দোকানপাটে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বিষয়ে অবহিত করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে চলমান অপপ্রচারের বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।
গণসংযোগকালে চর শৌলমারী ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া যাদুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি ও অন্যান্য নেতাকর্মীরাও এতে অংশ নেন।
বিএনপি নেতা আজিজুর রহমান বলেন, “আমাদের ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা। জনগণ যদি এসব বুঝে এবং বাস্তবায়নের সুযোগ দেয়, তাহলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও সুশাসনের পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব।”
স্থানীয় জনগণের মধ্যে বিএনপির এ প্রচারণা কার্যক্রম ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত