নিজস্ব প্রতিবেদক, রৌমারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ২৮ কেজি গাঁজাসহ এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে রৌমারী উপজেলা সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সাজু (৩৫)। তিনি জামালপুর জেলার বকসিগঞ্জ উপজেলার মালিরচর গ্রামের ফুলু শেখের ছেলে।
স্থানীয় সিএনজি চালক ও মালিকদের বরাতে জানা গেছে, রৌমারী সিএনজি স্ট্যান্ড এলাকায় মাদক পরিবহনের গোপন রুট হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। মঙ্গলবারও একই পন্থায় একটি সিএনজিতে বিপুল পরিমাণ গাঁজা বহনের চেষ্টা করা হয়। সন্দেহজনক আচরণ লক্ষ্য করে স্থানীয় চালক ও মালিকরা বিষয়টি পুলিশকে জানান। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজিতে থাকা চারটি ব্যাগ তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে।
এ সময় গাঁজা পাচারে জড়িত মূল ব্যক্তি পালিয়ে গেলেও চালক সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। সিএনজির ভেতর থাকা চারটি ব্যাগ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। চালক সাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় গাঁজার মালিকসহ দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক সাজুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, রৌমারীর সিএনজি স্ট্যান্ডকে ঘিরে মাদক চক্রের তৎপরতা বাড়ছে। প্রশাসনের নজরদারি আরও জোরদার করার দাবি জানান তাঁরা।