দৈনিক নতুন কলম ডেস্কঃ
কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় গভীর রাতে নির্মাণাধীন একটি আরসিসি সড়কে রড ছাড়া ঢালাইয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে মোবাইলে ভিডিও ধারণ করেন এবং প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ঠিকাদারের লোকজন এলাকা ত্যাগ করেন।
ঘটনাটি ঘটে শনিবার (১৯ জুলাই) রাত ১২টার দিকে পৌর শহরের দ্বিজেন্দ্র নাথ দেব (নারু) মাস্টারের বাড়ির সামনে। হঠাৎ এমন অনিয়মের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডাক্তার নাজমা হাউস থেকে বাংলালিংক টাওয়ার পর্যন্ত ৬৭৫ মিটার আরসিসি রাস্তার নির্মাণকাজ চলছে। দুই কোটি ১১ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা সন্স।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে রড ছাড়া ঢালাই কাজের মাধ্যমে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের চেষ্টা করা হয়েছে। পৌর কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা এ কাজে জড়িত থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
প্রাক্তন শিক্ষক রবি চক্রবর্তী, ব্যবসায়ী দেবাশীষ, রন্টু সরকার, মঞ্জুরুল ও গৌতম পোদ্দারসহ অনেকেই জানান, তারা রাত ১২টার দিকে শ্রমিকদের রড ছাড়া ঢালাই করতে দেখে বাধা দেন। এরপর শ্রমিকরা এলাকা থেকে পালিয়ে যায়। স্থানীয়দের উদ্যোগে ঢালাই করা রেডিমিক্স সড়ক থেকে সরিয়ে ফেলা হয়।
পরিদর্শনে দেখা গেছে, সড়কের সিসি ঢালাইয়ে কাঠামোগত ত্রুটি রয়েছে। যেখানে চার ইঞ্চি পুরুত্ব থাকার কথা, সেখানে আড়াই থেকে তিন ইঞ্চি পুরুত্বে ঢালাই হয়েছে। সিমেন্ট-বালুর অনুপাতে যেখানে এক অনুপাত চার থাকার কথা, সেখানে অতিরিক্ত বালু ব্যবহার করা হয়েছে। ২০ ফুট এলাকাজুড়ে কোনো রড ছাড়াই ঢালাই করা হয়। একই সড়কের ড্রেন নির্মাণেও আগেও অনিয়মের অভিযোগ উঠেছিল।
এ বিষয়ে প্রকল্পের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী রাসেল মিয়া স্বীকার করেন, রড ছাড়া ঢালাই করা ঠিক হয়নি। নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, অতিরিক্ত রেডিমিক্স থাকায় তা সড়কে ঢালাই করা হয়েছিল, তবে পরে তা সরিয়ে নেওয়া হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি গোলাম রাব্বানীও একই বক্তব্য দিয়ে বলেন, এলাকাবাসীর আপত্তির মুখে ঢালাই তুলে ফেলা হয়েছে।
এদিকে, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, কোনো অনিয়ম বরদাশত করা হবে না। বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলীদের জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত