রৌমারীতে ভেকু দিয়ে অবৈধ বালু উত্তোলন: যুবককে ১ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা – দৈনিক নতুন কলম

রৌমারীতে ভেকু দিয়ে অবৈধ বালু উত্তোলন: যুবককে ১ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২৪, ২০২৫

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে ভেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক যুবককে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে অতিরিক্ত ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৩ জুলাই) বিকাল ৩টার দিকে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার এ রায় দেন। অভিযানে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজিবপুর উপজেলার কারিগর পাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে মিজানুর রহমান (৩৫) রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর এলাকায় হলহলিয়া নদীর তীর থেকে ভেকু মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় মিজানুর রহমানকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও তিন মাস কারাভোগ করতে হবে।

অভিযান চলাকালে একই স্থান থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় মাহিন্দ্র (কাকড়া) গাড়িসহ সেলিম মিয়া নামের এক চালককেও আটক করা হয়। তিনি ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। তাকে থানায় নেওয়া হয়েছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, “অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে নদীভাঙন, পরিবেশের ক্ষতি এবং মানুষের বসতভিটা হুমকির মুখে পড়ে। আমরা কঠোরভাবে এসব দমন করছি এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সকল বালু উত্তোলনকারীদের সতর্ক করে দেওয়া হচ্ছে— অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীকেও অনুরোধ করছি, তারা যেন এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকেন এবং প্রশাসনকে সহযোগিতা করেন।”