রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত তিনজনের বিচার দাবিতে আজ (২৬ জুলাই) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। উপজেলার যাদুরচর ইউনিয়নের ভুন্দুর চর গ্রামের শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
গত ২৪ জুলাই ভুন্দুর চর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হন একই পরিবারের তিনজন — নুরুল আমিন (৪০), বুলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, “পরিকল্পিতভাবে তিনজনকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের এখনো অনেকেই পলাতক রয়েছে। আমরা দ্রুত সকল আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
মানববন্ধন থেকে বক্তারা আরো বলেন, “এটি শুধু জমির বিরোধ নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। স্থানীয় প্রশাসনের প্রতি আমাদের দাবি— দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে নিহতদের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের ছবি তুলে ধরে শাস্তির দাবি জানান।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, “এ ঘটনায় ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, ঘটনার পর নিহতদের পরিবার বাদী হয়ে রৌমারী থানায় ৩৪ জনকে নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত