নুরুন্নবী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত ঘটনায় মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। মামলাটির তদন্তে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে গাজীপুরের সফিপুর এলাকা থেকে নতুন করে আরও দুই আসামি—ধুলু মিয়া ও দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়।
এর আগে একই মামলায় রৌমারী থানা পুলিশ ৫ জন আসামিকে গ্রেফতার করেছিল। নতুন এই দুজনসহ মামলার মোট গ্রেফতার সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধ থেকেই এই সংঘর্ষ ও মামলার সূত্রপাত ঘটে। পুলিশ প্রশাসনের সক্রিয় পদক্ষেপে বর্তমানে এলাকায় স্বস্তি বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা বেড়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত