রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে শতাধিক মানুষের উপস্থিতিতে এক সম্পূর্ণ উন্মুক্ত লটারির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।
লটারিতে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার পদের জন্য মোট ৩৭ জন আবেদনকারী ছিলেন, যাদের মধ্যে থেকে ৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। অপরদিকে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২৭৫ জন আবেদনকারীর মধ্য থেকে ৪১ জনকে ডিলার হিসেবে বাছাই করা হয়। ছয়টি ইউনিয়নের জন্য মোট ৪৪ জন ডিলার নির্বাচিত হন।
এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ জনসম্মুখে হওয়ায় কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা রাজনৈতিক প্রভাবের সুযোগ ছিল না বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।
ডিলার পদপ্রত্যাশী রাজিউল ইসলাম রোমান বলেন, “আমরা আগে ভাবতাম, হয়তো সুপারিশেই নিয়োগ হবে। কিন্তু চোখের সামনে যেভাবে স্বচ্ছ লটারি অনুষ্ঠিত হলো, তাতে আমরা মুগ্ধ। এটা সত্যিই আশার জায়গা।”
নবনিযুক্ত ডিলার সুখবাদ শাহ বলেন, “যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই শেষে সবার সামনে লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে—এটি সত্যিকার অর্থে স্বস্তিদায়ক ও উৎসাহব্যঞ্জক।”
ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, “আমাদের লক্ষ্য ছিল নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এজন্য উন্মুক্ত লটারি পদ্ধতি বেছে নেওয়া হয়, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে এবং সাধারণ মানুষ নিজের চোখে দেখতে পান কিভাবে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”
তিনি আরও জানান, একটি নিরপেক্ষ যাচাই-বাছাই কমিটি গঠন করে মাঠ পর্যায়ে সরেজমিন তথ্য যাচাই শেষে উপযুক্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয়, যার ভিত্তিতে লটারি অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরণের স্বচ্ছ ও জনসম্মুখে অনুষ্ঠিত নিয়োগ প্রক্রিয়া সারা দেশের জন্য একটি অনুকরণীয় উদাহরণ। এতে জনগণের মধ্যে সরকারি কার্যক্রম নিয়ে আস্থা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেছেন।