রৌমারীতে খেলাফত যুব মজলিসের বিজয় র‍্যালি অনুষ্ঠিত – দৈনিক নতুন কলম

রৌমারীতে খেলাফত যুব মজলিসের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৫, ২০২৫

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত দেশব্যাপী বিজয় র‍্যালির অংশ হিসেবে রৌমারীতে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস, রৌমারী উপজেলা শাখার আয়োজনে এ  র‍্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (তারিখ উল্লেখ করুন), সকাল ১০টায় রৌমারী উপজেলার শাপলা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয়। এসময় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে রৌমারী শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজয় র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা আতিকুর রহমান নোমান। তিনি বলেন, “খেলাফতের বিজয় শুধু একটি দলের নয়, এটি ইসলামী আদর্শের বিজয়। আমরা ইনশাআল্লাহ খেলাফতের পতাকা আরও উঁচুতে তুলে ধরব।”

আরো বক্তব্য রাখেন রৌমারী উপজেলা শাখার নির্বাহী দায়িত্বশীল মুফতি আইয়ুব আনসারী, এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আতিক বিন সাদিক। বক্তারা সকলেই খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, খেলাফত মজলিসের দেশব্যাপী এ বিজয় অর্জন র‍্যালি ইসলামী আন্দোলনের অগ্রগতিকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে নেতৃবৃন্দ মন্তব্য করেন।