আওয়াজ ওঠা বাংলাদেশ – দৈনিক নতুন কলম

আওয়াজ ওঠা বাংলাদেশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৮, ২০২৫

আওয়াজ ওঠা বাংলাদেশ

মাহবুবুল আলম ফারুকী

 

২৪ এ গেছে ফ্যাসিবাদ,
২৫ এ যাবে চাঁদাবাজ!
শৃঙ্খল ছিঁড়ে দে, কর জাগ্রত,
গর্জে ওঠুক বাংলার আজ!

মিথ্যার রাজা, দুর্নীতির চোর,
হিসাব নেবে এই জনতার ঘোর।
কালো আইন, কালো হাত,
ভাঙবে রাস্তায় প্রতিবাদের মাত।

খুনিরা কাঁপে, লুটেরা দৌড়ায়,
সত্যের বজ্র আকাশে গর্জায়।
তোর মুখোশ খুলে যাবে আজ,
২৪ এ গেছে ফ্যাসিবাদ,
২৫ এ যাবে চাঁদাবাজ!