চিরতরে চলে গেলো কুরআনের পাখি,ঝ
নীরব নিঃশ্বাসে ভেঙে গেলো শিকল।
লৌহ কারাগারের দেয়ালও থমকে দাঁড়ায়,
শ্রদ্ধায়, সাহসের ছায়ায় ভরা রাত।
বন্দি জীবনের প্রতিটি ক্ষণে,
প্রতিটি দমে তিনি শিখিয়েছেন—
সত্যের পথ কখনো হারায় না,
আশার আলো চিরজীবন জ্বালায়।
তাঁর কণ্ঠে বাজতো আয়াতের সুর,
প্রভাতের রোদ যেন জাগায় নতুন আলো।
প্রতিটি দোয়া, প্রতিটি তিলাওয়াত,
বুকে জ্বেলে রাখে চিরন্তন প্রেরণা।
বারাকার দূর তীরে আজ তিনি,
নবীদের মাঝে শান্তিতে বসে আছেন।
নীরব পাখির ডানায় ভেসে যায়,
আমাদের স্মৃতির অম্লান আলো।
আমরা থাকি শুধু স্মৃতির ছায়ায়,
তাঁর শেখানো পথ ধরেই চলি।
চিরতরে চলে গেলো পাখি,
কিন্তু তাঁর গান জ্বলবে চিরদিন—
প্রেরণার আলো, সাহসের দীপ,
আমাদের হৃদয়ে চিরন্তন দীপ।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত