শাহিন ফকির :
পিরোজপুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পরে বৃক্ষরোপণ ও জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ।
পিরোজপুর টাউন ক্লাব মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ তহিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময়েও বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে সক্রিয় ছিল। রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবনতি এবং সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তারা দেশপ্রেম, গণতন্ত্র রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের ভূমিকার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত