পিরোজপুর প্রতিনিধি :
দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক, রচনা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সপ্তাহ পিরোজপুর জেলায় শেষ হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার এই প্রতিযোগিতার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সম্পন্ন হয়।
পরিষদের ‘শহীদ ওমর ফারুক’ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতাসমূহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
তিনটি প্রতিযোগিতায় সদর উপজেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। গত ১৪ আগস্ট শিশু একাডেমিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের অংশ গ্রহণে চিত্রাঙ্কনের মধ্যদিয়ে প্রতিযোগিতা শুরু হয়। পাশাপাশি দুর্নীতি বিরোধী রচনা লেখাও সপ্তাহব্যাপী প্রতিযোগিতার অন্তর্ভূক্ত ছিল।
১৮ ও ১৯ আগস্ট সদর উপজেলার ‘শহীদ ওমর ফারুক’ মিলনায়তনে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার ৬টি বিদ্যালয়ের ১২টি দল অংশ নেয়। ১৮ আগস্ট সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো- হচ্ছে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর টাউন উচ্চ বিদ্যালয়, করিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হুলারহাট উচ্চ বিদ্যালয় ও শংকরপাশা জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে চ্যাম্পিয়ান ও রানার্স আপ হয়।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, সাবেক সহকারী অধ্যাপক মো. শাহ আলম শেখ ও কৃষিবিদ জগৎ প্রিয় দাস বিশু। বিতর্কের মডারেটরের দায়িত্ব পালন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা ও সদস্য মেহেদী হাসান।
রচনা প্রতিযোগিতার বিচারক ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হোসনে আরা জেসমিন ও সদস্য মাওলানা আব্দুল মতিন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. আমিরুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত