মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতনিধি
আজ ২৪ ই (আগস্ট) ২০২৫ ইং রবিবার চুুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযান, মেসার্স কামরুল ট্রেডার্স প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান চালিয়ে মেসার্স কামরুল ট্রেডার্স ১৩৫০ টাকার সার ২৩০০ টাকায় বিক্রি করায় ১ লাখ টাকা জরিমানা করেছে।
রবিবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আকন্দবাড়িয়ায় এলাকায় মেসার্স কামরুল ট্রেডার্স এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, রবিবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে আকন্দবাড়িয়ায় মেসার্স কামরুল ট্রেডার্স সারের দোকান ও বীজ ভান্ডার তদারকি করা হয়। এ সময় টি এস পি সার ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৮৫০ টাকা এবং টি এস পি ( বাংলা) ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।
অননুমোদিত বীজের প্যাকেটের গায়ে মেয়াদউত্তীর্ণ কীটনাশক মূল্য উল্লেখ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ বীজ সংরক্ষণ ও বেশি দামে বিক্রি করার অপরাধে মেসার্স কামরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. কামরুল ইসলামকে ১ লাখ টাকা, জরিমানা করা হয় ।
এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য / কীটনাশক বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জ়েলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, ও জেলা পুলিশের একটি টিম।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত