পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ ও সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের মোজাহার হাওলাদারের ছেলে মো. জাহিদ (৪০) এবং একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে জিয়াউল ইসলাম জিহাদ (৩২)। জিহাদ দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভান্ডারিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, সোমবার গভীর রাতে ভান্ডারিয়া থানার হাসপাতাল মোড়ে রিকশাচালক জাহিদ ওই নারীকে ধর্ষণ করে। এ সময় সাংবাদিক পরিচয়ধারী জিহাদ ঘটনাটি ভিডিও করেন। পরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষকের কাছ থেকে অর্থ দাবি করেন।
এসপি জানান, জিহাদ তার ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করলে পুলিশের নজরে আসে। সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করা হয়।
তিনি আরও বলেন, “ঘটনায় জড়িত থাকার কারণে জিহাদকেও আসামি করা হয়েছে। ধর্ষণের সময় তিনি বাধা না দিয়ে ভিডিও ধারণ ও তা ছড়ানোর অপরাধ করেছেন।”
ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত