কার্পাসডাঙ্গায় কবি নজরুল ইসলামের মৃ’ত্যু বার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠান – দৈনিক নতুন কলম

কার্পাসডাঙ্গায় কবি নজরুল ইসলামের মৃ’ত্যু বার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৭, ২০২৫

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

বিদ্রোহ, মানবতা ও সাম্যের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী আজ, ২৭ আগস্ট। ১৯৭৬ সালের এই দিনে (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সংগীতের এই বহুমুখী প্রতিভা।

১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল। ছোটবেলা থেকেই তিনি দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে উঠেন। তাঁর ডাকনাম ছিল ‘দুখু মিয়া’।

অল্প সময়ের সাহিত্যজীবনেই তিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন অসংখ্য কবিতা, গান, প্রবন্ধ ও নাটকের মাধ্যমে। তার সৃষ্টিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানবপ্রেম ও স্বাধীনতার আকাঙ্ক্ষা একীভূত হয়েছে।

১৯৭২ সালের মে মাসে কবিকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। জাতীয় কবির মর্যাদা প্রদানের পাশাপাশি তাকে ধানমন্ডিতে সরকারি বাসভবন দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালে তাঁকে ডি-লিট সম্মাননা প্রদান করে। ১৯৭৬ সালে তিনি পান বাংলাদেশের নাগরিকত্ব এবং একই বছরের ২১ ফেব্রুয়ারি একুশে পদক।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। কবি নজরুল ইনস্টিটিউট আয়োজন করেছে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল।

দামুড়হুদা কার্পাসডাঙ্গায় কবির স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ, বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বি এন পির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান তনু, কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়্যারম্যান মোঃ আব্দুল করিম সহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গগণ।