আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠিতে নির্বাচন বানচালের অপচেষ্টার প্রতিবাদে ও নির্ধারিত সময়ের মধ্যে তারুণ্যের ভোট অধিকার নিশ্চিত করার দাবিত তারুণ্যের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই২০২৫ ইং শুক্রবার বিকাল ০৪ ঘটিকায় ঝালকাঠি ফাতেমা কনভেনশন সেন্টার হলরুমে জুলাই -আগষ্ট বিপ্লবে অংশগ্রহণকারী তারুণ্য জোট এ কর্মসূচির আয়োজন করে। তারুণ্য জোটের আহবায়ক ঝালকাঠি জেলা শাখার আহবায়ক ছাত্রদল নেতা আসিফ আল ইমরান এর সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সরদার মোঃ সাফায়েত হোসেন, জেলা সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহীন, জুলাই বিপ্লবের অন্যতম তরুণ সংগঠক আবির লস্কর, মোঃ ইমরান হোসেন, আকাশ, মাহফুজ হোসেন, শিহাব, মোঃ শান্ত আহম্মেদ রিজু, সাফিন, তাওহীদ প্রমুখ। বক্তারা গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে কয়েকটি রাজনৈতিক দল যারা কখনোই সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার যোগ্যতা অর্জন করতে পারেনি তাহারা পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা করছে এবং দেশের মধ্যে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে একের পর এক ষড়যন্ত্র করে চলছে। তাদের ষড়যন্ত্র মোকাবিলায় তরুণদেরকে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনে রাজপথে দুর্বল আন্দোলন গড়ে তুলতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল তরুণদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান উপস্থিত নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত