মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যে আয়োজিত বাংলাদেশ টেলিভিশন আয়োজিত জনপ্রিয় প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি - ২০২৫' উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩১ আগস্ট, ২০২৫) দামুড়হুদা উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তিথি মিত্র।
সভায় প্রতিযোগিতার সার্বিক দিক এবং সুন্দরভাবে আয়োজন করার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রতিযোগিতার নিয়মাবলী, বিষয়বস্তু এবং সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করতে এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
দামুড়হুদা ইউএনও জনাব তিথি মিত্র তার বক্তব্যে বলেন, "নতুন কুঁড়ি একটি চমৎকার উদ্যোগ। এটি শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে সবার সামনে তুলে ধরার একটি বড় সুযোগ। আমরা চাই আমাদের উপজেলার প্রতিটি প্রতিভাবান শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক।"
তিনি আরও বলেন,
সুষ্ঠু ও সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতার বিভিন্ন ক্ষেত্র যেমন - নৃত্য, গান, আবৃত্তি, অভিনয়, চিত্রাঙ্কন, ও গল্প বলা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এবং অংশগ্রহণের নিয়মাবলী সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেওয়া হয়।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্দেশনা দেওয়া হয়।
এই প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি - ২০২৫ প্রতিযোগিতার সফল আয়োজনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে অংশগ্রহণকারী শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত