আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
০১ সেপ্টেম্বর ২০২৫ ইং সোমবার বিকেল ৪ ঘটিকায় আন্তর্জাতিক নদী দিবস উদযাপন উপলক্ষে "বাংলাদেশ নদীবন্ধু সমাজ" এর বিশেষ প্রস্তুতি সভা বেকুটিয়া ব্রিজের নিচে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। সভায় ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার রাজাপুর কাঠালিয়, মঠবাড়ী ও কাউখালীসহ বিভিন্ন উপজেলার শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সামাজিক সংগঠনের শতাধিক নদীবন্ধুরা অংশ গ্রহণ করেন।
আগামী ২৮ সেপ্টেম্বর ২০০২৫ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নদী দিবস উদযাপন এর সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় পিরোজপুরে সন্তান প্রাণকৃষ্ণ বিশ্বাস এর পরিচালনায় উপস্থিত ছিলেন পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নদী বন্ধু সমাজের নিরলস সদস্য "ফারুক হোসেন খান, আমিনুল ইসলাম, রিয়াদ মাহমুদ সিকদার, মাসুম বিল্লাহ, লোকমান হোসেন, সাবিনা ইয়াসমিন, সৈয়দ শামীম, শিউলি মজুমদার, অদিতি মন্ডল, সারমিন ইসলাম পপি, মেহেদী হাসান, রুহুল আমিন তালুকদার, এনায়েত কবির, সফিউল ইসলাম বাচ্চু, আল আমিন বাকলাই, রহিম রেজা, চাদনী আক্তার, শুক্লা হালদার, রতন চক্রবর্তী, ঋত্তিক হালদার, ফসিউল ইসলাম বাচ্চু, হারুন অর রশিদ, দেবাশীষ চৌধুরীর, এস এম আক্কাস, সুমন বেপারী, গাজী মাসুদ, সহিদুল ইসলাম, আঃ হক ও আলমগীর শরীফ প্রমুখ।
সভায় নদী রক্ষা, নদী সংস্করণ, নদী দুষুন মুক্ত, নদীর সুনধৈর্য রক্ষা ও নদীর সুনধৈর্য বৃদ্ধির কাজ করা নিয়ে দীর্ঘ সময় আলোচনা শেষে ২৮ সেপ্টেম্বরের নদী দিবসের কর্মসূচি পালনের চুরান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী
মোবাইল নং ০১৭১৩৮৭৮১৯২
প্রধান বার্তা সম্পাদকঃ মোঃ মাসুদ পারভেজ রুবেল
জিমেইলঃ notunkalom@gmail.com
ওয়েবসাইটঃwww.notunkalom.com
©️দৈনিক নতুন কলম দ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত