মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
আজ (৭ সেপ্টেম্বর) ২০২৫ ইং রবিবার দুপুর ১২ টার দিকে চুুয়াডাঙ্গা সদর থানাধীন চুুয়াডাঙ্গা হকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। একইদিন বিকেলে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাজাপ্রাপ্ত সুজয় দাস (২৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়া গ্রামের শ্রী জগো কুমার দাস ও শ্রীমতি চন্দনী রানী দাসের ছেলে।
অন্যদিকে সাজাপ্রাপ্ত রিদয় মিয়া (২৬) চুয়াডাঙ্গা সদর উপজেলার মাস্টারপাড়া গ্রামের মোঃ রজব আলী ও সেলিনা বেগমের ছেলে।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের হকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক বদরুল হাসানসহ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Reporter Name 













