রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি চলে। এর ফলে উপজেলার সব বিদ্যালয়ে পাঠদান, পরীক্ষা ও নিয়মিত কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
গত কয়েক দিন ধরেই সহকারী শিক্ষকরা লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীরা জানান, দীর্ঘ সময় ধরেও দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা বাধ্য হয়ে কমপ্লিট শাটডাউনের পথে হাঁটেছেন।
শিক্ষকরা জানান, তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ,
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন,
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণ।
কর্মসূচির একপর্যায়ে শিক্ষকরা রৌমারী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি জমা দেন। এতে কেন্দ্রীয় আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিও জানানো হয়।
শাটডাউন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শাহিনুর ইসলাম, হারুন অর রশিদ তুহিন, রফিকুল ইসলাম লিচু, আমজাদ হোসেন, আব্দুল মালেক, শহিদুল ইসলাম, আতিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষক।
শিক্ষকদের ধারাবাহিক আন্দোলনের কারণে স্কুলের বার্ষিক পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
Reporter Name 



















