ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬ আসনের প্রার্থীর তালিকা ০৪ ডিসেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম জামাল বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বকে আরও শক্তিশালী করতে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি। দল-মত নির্বিশেষে সবাই মিলে কাজ করলে বিজয় আমাদের অনিবার্য।
তিনি আরও বলেন, বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন। ঝালকাঠি ১ আসনসহ দেশের সর্বস্তরের জনগণের কাছে বেগম খালেদা জিয়ার জন্য তিনি দোয়া কামনা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী ধানের শীষের প্রার্থীরা নির্বাচনী মাঠে কার্যত আনুষ্ঠানিক প্রচারণা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ঘোষণা ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে ঝালকাঠি-১ আসনেও।
সংবাদ শিরোনাম :
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন রফিকুল ইসলাম জামাল
-
আলমগীর শরীফ - Update Time : ০১:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- ২৩ Time View
Tag :
আলোচিত সংবাদ



















