মণিরামপুর প্রতিনিধিঃ শীতের শুরুতেই মনিরামপুরের দুর্গাপুর দিঘিরপাড় এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবদূত পরিবার’। তীব্র শীতের কষ্ট লাঘবে অসহায় শিশুদের হাতে নতুন শীতবস্ত্র তুলে দেয় সংগঠনটি। মানবিক এই উদ্যোগে এলাকায় তৈরি হয়েছে ইতিবাচক পরিবেশ ও প্রশংসার স্রোত।
স্থানীয়রা জানান, শীতের সময় গ্রামের দরিদ্র পরিবারগুলোর শিশুদের কষ্ট বেশি নজরে আসে। অনেকেই শীতবস্ত্র কিনতে না পারায় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন। ঠিক এমন সময়ে যুবদূত পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ তাদের জন্য আশীর্বাদস্বরূপ হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন; একটি শিশুও যাতে শীতে কষ্ট না পায়, এটাই আমাদের মূল লক্ষ্য।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে যুবদূত পরিবারের সাধারণ সম্পাদক কাজী শরিফ মাহমুদ বলেন, আমরা সংগঠনটির নিবন্ধনের জন্য ইতোমধ্যে সমাজসেবা দপ্তরে আবেদন করেছি, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। নিবন্ধন পেলে আমরা আইনগত নিরাপত্তা পাবো এবং একটি শ্রেণির মানুষের কটূক্তি থেকেও মুক্ত থাকতে পারবো। বৈধতা ছাড়া বর্তমানে সমাজের অসহায় মানুষদের নিয়ে কাজ করা বেশ কঠিন ও জটিল। তবুও আমরা আশাবাদী খুব দ্রুত দপ্তর থেকে সু-খবর পাবো।
তিনি আরও বলেন, আমরা সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করছি, তারা যেন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমরা তাদের একসঙ্গে নিয়ে মাঠে কাজ করবো। এখানে সরাসরি আর্থিক লেনদেনের প্রয়োজন নেই; আপনারা বস্ত্র বা খাবার দিন, আমরা নিজ হাতে তা পৌঁছে দেবো।
কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি তাসলিমা আলম পাখি, সাধারণ সম্পাদক কাজী শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক সাদিউজ্জামান মুনিম, সদস্য রিয়াজ উদ্দিন, রাফি, মেঘা, হাবিব, হিজলসহ সংগঠনের আরও অনেকে।
শীতবস্ত্র পেয়ে শিশুদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আনন্দ। স্থানীয়রা বলেন,
এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত হলে সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই কমবে।
ইতোমধ্যে যুবদূত পরিবার মনিরামপুরে একটি সক্রিয় ও নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। সামনে আরও বৃহৎ আকারে কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
আবু রায়হান 



















