স্টাফ রিপোর্টার
আজ ০৫ ডিসেম্বর (শুক্রবার) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার ওয়ামী মসজিদ কমপ্লেক্সে এর সামনে থেকে বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-০১ (কালিয়াকৈর) আসনের এমপি পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকসির দাঁড়িপাল্লা মার্কার বিশাল এক মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূরা ও কর্মপরিষদ সদস্য এবং জেলা অফিস সম্পাদক মোহাম্মদ আলী, কালিয়াকৈর উপজেলার সেক্রেটারি মো মুজাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো মাজহার আলী, মৌচাক ইউনিয়ন আমির মো আনিসুর রহমান আনাছ, সেক্রেটারি মো শামীম আক্তার, এছাড়াও কালিয়াকৈর উপজেলার হাজারো নেতাকর্মী এবং জনসাধারণ অংশ গ্রহণ করেন। এসময় মিছিলে বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকাটি।
মিছিলটি মালেক স্পিনিং মিল রোড হয়ে রাখালিয়া চালা, ভান্নারা দিয়ে মৌচাক বাজার বাস স্ট্যান্ডে সমবেত হয়ে সংখিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্তি হয়।
মো ইয়াকুব আলী তালুকদার 




















