আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নুর ইসলাম নাহিদ, প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজাম্মুল, মোঃ হুমায়ুন কবির সবুজ, মোঃ আবু রায়হান, কাজী ইমরান প্রমুখ।
এসময়ে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজাম্মুল বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মন্তুদ দিন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, বিজয়ের ঊষালগ্নে হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক ও শিল্পীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের সকল শহীদ বুদ্ধিজীবীদের অম্লান স্মৃতির প্রতি আমরা জানাই বিনম্র শ্রদ্ধা।
Reporter Name 



















