মণিরামপুর প্রতিনিধিঃ গতকাল সকাল ৯ টায় নেহালপুরের শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোছায়া বৃত্তি প্রকল্প-২০২৫ অনুষ্ঠিত হয়। আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে উক্ত আলোছায়া বৃত্তি প্রকল্পে মনিরামপুর উপজেলার ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৬ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে।
আর্তমানবতার সেবায় স্বনামধন্য সামাজিক প্রতিষ্ঠান আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা প্রতি বছরের ন্যায় এ বছর ও বৃত্তি পরীক্ষার আয়োজন করেন। শত শত অভিভাবক ও এলাকার সুধীজনের উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলে এ পরীক্ষা।
পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ মোঃ রিপুল কবীর, প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল বারী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ বাহারুল ইসলাম,মোঃ আরিফুল ইসলাম বিসিএস(কৃষি), বাংলাদেশ সুপ্রীম কোর্টের সম্মানীত আইনজীবী মোঃ হাসানুর রহমান, সংস্থার ভাইচ চেয়ারম্যান মৃত্যুঞ্জয় বিশ্বাস।
আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক মোঃ কামাল হোসেন বলেন এটি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, আর্ত মানবতার সেবায় দীর্ঘদিন যাবৎ আমরা সংস্থাটি পরিচালনা করে আসছি এবং সংস্থার পক্ষ থেকে আমি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি। তিনি আরো বলেন শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সংস্থার পক্ষ থেকে আমরা এ বৃত্তি পরীক্ষাটির আয়োজন করে থাকি কিন্তু বিগত বছরের তুলনায় এ বছর অংশগ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ গুন বৃদ্ধি পেয়েছে।
এ পরীক্ষা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৃত্তি প্রকল্পের সদস্য সচিব মোঃ সোহেল রানা, শামসুন্নাহ রাবেয়া, শিমুল হোসেন, আবু জাকারিয়া, এনামুল হক, ইমরান হোসেন, আলমগীর হোসেন, সাগর হোসেন, হেলাল উদ্দিন, আব্দুল্লাহ জেহাদি, আল মুকাদ্দাস, হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম প্রমুখ।
আবু রায়হান 



















