আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে মণিরামপুর পৌরসভার সামনে গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়।
জানাজা শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন শরীফ মাহমুদ, অভি হাসান, ইব্রাহিম হোসেন, এস এম তাজামুল, কামরুল ইসলাম, রিয়াদ, ফয়সাল হোসেন, সানি ও সাদি। বক্তারা শহীদ হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, পরিকল্পিত এ হত্যাকাণ্ডের মাধ্যমে সমাজে ভীতি সৃষ্টি করা হচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তারা অবিলম্বে এ ঘটনার বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভার সামনে এসে শেষ হয়। মিছিলে মণিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।
এ ছাড়া কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ পথচারীরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
Reporter Name 



















