রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে বার্ষিক ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় রৌমারী মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ রেজাউল করিম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, রৌমারী সরকারি ডিগ্রি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রৌমারী মহিলা ডিগ্রি কলেজ ও মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুলের প্রাক্তন সম্মানিত শিক্ষক ও নাজমুল করিম সহকারী শিক্ষা কর্মকর্তা রৌমারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান রঞ্জু, সভাপতি পরিচালনা পর্ষদ, মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুল, মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুলের পরিচালনা পর্ষদ এর সদস্য রেজাউল করিম সেলিম, বিদ্যালয়ের অধ্যক্ষ সোহরাব হোসেনের সার্বিক পরিচালনায় পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
বক্তাদের বক্তব্য প্রধান অতিথির বক্তব্যে শহীদ রেজাউল করিম বলেন, শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুল দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব সফলভাবে পালন করে আসছে।
বিশেষ অতিথি সিরাজুল ইসলাম বলেন, এই বিদ্যালয় শুধু রৌমারীর নয়, পুরো অঞ্চলের শিক্ষায় একটি অনুকরণীয় প্রতিষ্ঠান। এখান থেকে অনেক শিক্ষার্থী আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এটি আমাদের জন্য গর্বের। সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল করিম বলেন,শিশুদের প্রাথমিক ভিত্তি যদি মজবুত হয়, তাহলে ভবিষ্যতে তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়। মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুল সেই ভিত্তি গড়ার কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করছে।
সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, শিক্ষার মানোন্নয়নে পরিচালনা পর্ষদ সর্বদা শিক্ষকদের পাশে আছে। ভবিষ্যতেও এই বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে আমরা কাজ করে যাব।
শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের অনুভূতি বিদ্যালয়ের শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই স্কুলে পড়াশোনা করে তাদের সস্তানরা আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবান হয়ে উঠছে।
কৃতি শিক্ষার্থীরা সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিদ্যালয়ের সাফল্যের গল্প রৌমারীতে প্রতিষ্ঠিত প্রথম কিন্ডারগার্টেন স্কুল হিসেবে মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুল সবার মনে একটি বিশেষ স্থান করে নিয়েছে। ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে। প্রতি বছর ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এই স্কুলের অনেক প্রাক্তন শিক্ষার্থী আজ বিসিএস ক্যাডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
Reporter Name 





















