পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহনগর উত্তর এর সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসীদের কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার(১০ জানুয়ারি)বিকেল ৪.০০ মিনিটের সময় পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে মুসাব্বির হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পিরোজপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি,সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসিফ জামাল খান,যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার,পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাদিম মল্লিক,সদস্য সচিব আহসান দরানী সহ পিরোজপুর জেলা,সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Reporter Name 




















