
মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ মাদক সম্রাজ্ঞী খ্যাত মোছা. শিপরা খাতুন ও তার স্বামী মো. বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
শিপরা খাতুনের বিরুদ্ধে রয়েছে প্রায় দুই ডজন খানেক মাদক মামলা।
বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সন্ধ্যা ৭:০০ টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বুজরুক গড়গড়ি বুদ্ধিমান পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত শিপরা খাতুন ওই এলাকার মো. বাবুল হোসেনের স্ত্রী এবং বাবুল হোসেন মৃত আবুল হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি’র নেতৃত্বে সন্ধ্যা ৬:০০ টা থেকে সাড়ে ৭:৩০ টা পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে শিপরা ও তার স্বামী বাবুলকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসত ঘর থেকে ১,৭০৮ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা, ২ টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ৫ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের সেনা ও পুলিশের অফিসিয়াল কার্যক্রম শেষে রাত সাড়ে ৮:৩০ টায় চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।
সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে।