সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-১ – দৈনিক নতুন কলম

সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-১

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: October 16, 2025

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি

“মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ১৬ অক্টোবর চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাতে সাহেবের আলগা বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৫১/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থান হতে ভারতীয় গরু-০২টি ও মহিষ-০২টি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত গরু ও মহিষ রৌমারী কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান।

অপর দিকে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর সকালের দিকে কামালপুর বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৮২/৪-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামরামপুর নামক স্থান হতে ভারতীয় ইয়াবা-৯৩ পিসসহ মোঃ পাগলা হযরত, পিতা- মোঃ ইমাম হোসেন, গ্রামঃ চেংটিমারি, পোঃ তারাটিয়া, থানাঃ দেওয়ানগঞ্জ, জেলাঃ জামালপুরকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ ধৃত আসামীকে বকশীগঞ্জ থানায় সোপর্দ্য করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।