
মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
দর্শনা ও কুড়ুলগাছি মেইন রোড সংলগ্ন কুড়ুলগাছি ফুটবল ও ঈদগাহ মাঠের সামনে আজ শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫ বিকাল চারটায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। দুর্ঘটনার পর পরই পিকআপ চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকাল চারটায় কুড়ুলগাছি ফুটবল ও ঈদগাহ মাঠের সামনে দিয়ে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী দর্শনা এলাকার দিকে যাচ্ছিলেন।
ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং এর আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন।
আহত দুই মোটরসাইকেল আরোহীর বাড়ি দর্শনা এলাকায় বলে জানা গেছে। তবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরই দ্রুত স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করেন।
প্রাথমিকভাবে জানা যায়, আহতরা গুরুতর জখম হননি, তবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আহত হওয়ার খবর পেয়ে তাদের পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজেদের তত্ত্বাবধানে দর্শনার উদ্দেশ্যে নিয়ে যান।
দুর্ঘটনা ঘটিয়ে মুহূর্তের মধ্যেই পিকআপ ভ্যানের চালক গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। স্থানীয়রা চালককে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন।
পলাতক পিকআপ চালকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, এই সড়কে প্রায়শই দ্রুত ও বেপরোয়াভাবে যানবাহন চলাচল করে, যার ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। প্রত্যক্ষদর্শী একজন জানান, পিকআপটি খুব দ্রুত গতিতে আসছিল এবং নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয়রা দ্রুত পলাতক চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এমন এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কে গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললে আশা করি আর কোন দূর্ঘটনা ঘটবে না।