
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার দুই মোটরসাইকেল চোরকে রৌমারী থানা পুলিশ আ/ট/ক করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রাসেল মিয়া (৩৬), পিতা জেল হক, গ্রাম বদরপুর; সবুজ মিয়া (২৬), পিতা আব্দুল মালেক, গ্রাম মরিচাকান্দী আশ্রয় কেন্দ্র; তারেক রহমান (৪০), পিতা মৃত ইনসান আলী, সাং রাজীবপুর স’মিল সংলগ্ন; এবং জসিম উদ্দিন, পিতা বাহিবুর রহমান, সাং উত্তর বদরপুর আশ্রয় কেন্দ্র। তারা সবাই রাজীবপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রৌমারী ও রাজীবপুর এলাকায় একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি টিম শুক্রবার রাতে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের আ/ট/ক করে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)জনাব সেলিম মালিক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয়রা পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এই চক্রের মূল হোতাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।