মণিরামপুরে ঐতিহ্যবাহী নাইট হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত – দৈনিক নতুন কলম

মণিরামপুরে ঐতিহ্যবাহী নাইট হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: November 10, 2025

আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ

মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড়, এই স্লোগানকে সামনে রেখে মণিরামপুরের দুর্বাডাঙ্গা’র যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাইট হা-ডু-ডু প্রতিযোগিতা ৯ নভেম্বর রাত আট ঘটিকা হতে দুর্বাডাঙ্গা উত্তরপাড়ায় অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস আলী, মণিরামপুর উপজেলা তারেক জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও রোকেয়া কোচিং সেন্টার এর পরিচালক আসাদুজ্জামান আসাদ, ২ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যশোর এম এম কলেজের ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক নাঈমুর ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন ১৪ নং দুর্বাডাঙ্গা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম টিটো।

এ প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে।ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বাটবিলা যুব সংঘ বনাম দূর্বাডাঙ্গা যুব সংঘ। ৩০ মিনিটের খেলায় বিজয় লাভ করে বাটবিলা যুব সংঘ।

খেলাটির পরিচালক হিসাবে ছিলেন উত্তম সরদার ও উপস্থাপনায় ছিলেন রবিউল ইসলাম।

আসাদুজ্জামান আসাদ (প্রতিদিনের কন্ঠ) এর প্রতিনিধি’কে বলেন, গ্রামীণ ঐতিহ্যের এসময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন বিলুপ্তির পথে। আধুনিক খেলা এবং যান্ত্রিক জীবনের ব্যস্ততার কাছে হেরে গেছে এ গ্রাম বাংলার জনপ্রিয় এ খেলাটি। ধন্যবাদ জানাই সকলকে এতো সুন্দর একটা আয়োজন করার জন্য।

‎দীর্ঘদিন পর গ্রামে তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে এই ঐতিহ্যবাহী খেলা দেখতে ছুটে আসেন আশেপাশে গ্রামের শিশু বৃদ্ধ নারী-পুরুষ থেকে শুরু করে বিভিন্ন বয়েসি অসংখ্য দর্শক।