রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন-কে বিদায়ী সংবর্ধনা – দৈনিক নতুন কলম

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন-কে বিদায়ী সংবর্ধনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: November 12, 2025

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন-কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। ১১ নভেম্বর ২০২৫ ইং মঙ্গলবার রাতে রাজাপুর থানার সম্মেলন কক্ষে অনাড়ম্বর আবেগঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দীন, পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক, থানার সকল উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবলসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী ওসি ইসমাইল হোসেনের কর্মজীবনের নানা সাফল্য ও মানবিক কর্মকাণ্ড তুলে ধরে বক্তারা বলেন, তিনি রাজাপুর থানায় দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা প্রশংসনীয় ছিল।
বক্তারা আরও বলেন, ইসমাইল হোসেন একজন দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে রাজাপুর থানায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয় রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছেন।
নবাগত ওসি মো. সেলিম উদ্দীন বিদায়ী কর্মকর্তার প্রশংসা করে বলেন, ওসি ইসমাইল হোসেন রাজাপুর থানায় যে ইতিবাচক কর্মপরিবেশ রেখে গেছেন, সেটি ধরে রেখে আমরা আরও উন্নত সেবা নিশ্চিত করার চেষ্টা করব।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ওসিকে ফুলেল শুভেচ্ছা, বিভিন্ন উপহার ও শুভেচ্ছা ক্রেস্ট উপহার দেয়া হয়। বিদায়ী বক্তব্যে ওসি ইসমাইল হোসেন রাজাপুর থানার সকল পুলিশ সদস্য, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাজাপুরে দায়িত্ব পালন আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। এখানকার মানুষ খুব আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। তাঁদের ভালোবাসা ও সহযোগিতা আমি কখনো ভুলব না। তিনি নতুন ওসির সফলতা কামনা করে রাজাপুর থানার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সহকর্মী ও পুলিশ সদস্যদের মধ্যে এক আন্তরিক পরিবেশে বিদায়ী মুহূর্তগুলো ভাগাভাগি করা হয়।