মণিরামপুর প্রতিনিধিঃ মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ, এবং বেকারী পণ্য বিএসটিআইয়ের লোগো সম্বলিত তারিখ না থাকার কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৫,০০০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এছাড়া ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ শিশির কুমার ঘোষকে ২০০০ হাজার টাকা জরিমানা এবং সাধন সুইটস এর মালিক সাধন কুমার ঘোষকে মোবাইল কোর্টের মাধ্যমে সর্তক প্রদান করেছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান।
তথ্য মোতাবেক,মঙ্গলবার(৯ই ডিসেম্বর) বিকাল ৪:৩০ ঘটিকায় মণিরামপুর উপজেলার মনিরামপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বিএসটিআই যশোর জেলার আঞ্চলিক অফিসের মো: রাকিব ইসলামের তথ্যের ভিত্তিতে জানা যায়, মণিরামপুর বাজারের সনামধন্য প্রতিষ্ঠান মেসার্স আল-আমিন বেকারির মালিক মো: কামাল হোসেন (৫৩), পিতা: মৃত হারুন অর-রশিদ,মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ, এবং বেকারী পণ্য বিএসটিআইয়ের লোগো সম্বলিত তারিখ না থাকার কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৫,০০০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এছাড়া ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ শিশির কুমার ঘোষকে ২০০০ হাজার টাকা জরিমানা এবং সাধন সুইটস এর মালিক সাধন কুমার ঘোষকে সর্তক করা হয়।
মণিরামপুর থানার পুলিশের অংশগ্রহণে জনস্বার্থে পরিচালিত এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেড মোঃ মাসুদুর রহমান।
আবু রায়হান 
























